যারা ফোনে বাংলা সেট করতে পারছেন না তাদের জন্য একটি ভাল বাংলা লেখার অ্যাপ নিয়ে হাজির হলাম।
** এই tutorial টি শুধুমাত্র নতুন দের জন্য।
অ্যাপস টির নাম হলো "Ridmik Keyboard"
Download Link
** প্রথমে নিচের লিংক থেকে অ্যাপটি ডাউনলোড করে নিন। আর ওপেন করে নিন।
** তারপর Setup & Get started ক্লিক করুন।
** তারপর Enable Setting এ ক্লিক করুন।
** এখন ওখান থেকে Ridmik Keyboard বাছুন।
** এবার Switch input method এ ক্লিক করুন।
** এখন পুনরায় Ridmik Keyboard বাছুন।
** এখন Finish এ ক্লিক করুন।
** এই জায়গায় একটু মনযোগ দিয়ে দেখুন।
**এখানে আপনি যদি সুধু বাংলা অক্ষর দিয়ে লিখতে চান,তবে প্রভাত বা জাতীয়তা বাছুন।
**আর যদি আপনি ইংরেজি অক্ষর দিয়ে বাংলা লিখতে চান, তবে অভ্র বাছুন।
***আপনি ইচ্ছে করলে সবগুলিই ব্যাবহার করতে পারেন।
***এখন অ্যাপটি মিনিমাইজ করে দিন।এবং যেকোনো জায়গায় লিখুন।দেখবেন লেখা হচ্ছে।
**আর যদি না পারেন তবে কমেন্ট করে জানান পুরোপুরি সহায়তা পাবেন।
৷৷৷৷ ধন্যবাদ ।।।।
0 Comments