মোবাইলের Delete হওয়া ফোটো ফিরিয়ে আনুন খুবই সহজ পদ্ধতিতে।
মোবাইলের ফোটো হটাৎ কোনো কারনে Delete হয়ে গেছে। বা কেউ delete করে দিয়েছে। আর আপনি চাইছেন তা পুনঃরুদ্ধার করতে কিন্তু কোনো উপায় খুঁজে পাচ্ছেন না তো এই পোস্টটি আপনার খুবই কাজে লাগবে।
এছাড়াও আপনার জেনে রাখা দরকার এরকম সাধারন অ্যান্ড্রয়েড টিপ্স যা আপনাকে অনেক সমাদর এনে দিতে পারে। ভবিষ্যতে কাজে লাগবে বা যার কারোর ফোনের গোপন ফোটো দেখতে পারেন।
আমি রেগুলার নতুন নতুন পোস্ট করি এই ব্লগে। সেই সমস্ত টিপ্সগুলো সবার প্রথমে পাওয়ার জন্য এই ব্লগকে bookmark করে রাখুন।
আসুন তাহলে প্রধান বিষয় নিয়ে শুরু করি।
এই মোবাইল apps টির নাম হলো DiskDigger। আপনি চাইলে এই apps টি এই লিংক থেকে ডাউনলোড করতে পারেন অথবা Google playstore থেকেও search করে Download করতে পারেন।
1) Appsটি open করুন নিচের মতো ছবি দেখতে পাবেন। ওখান থেকে Scan বোতামে প্রেস করুন।
2) যদি আপনি পুরো সমস্ত ফোটো চান তাহলে পুরো scan হওয়া পর্যন্ত অপেক্ষা করুন অথবা ঐখান থেকে আপনার দরকারী ফোটোটি বার করে ফেলুন।
3) এবার ওই ফোটোতে টিক mark করে Recover অপশনে ক্লিক করুন।
4) এখান থেকে আপনার পছন্দের মেমোরি বাছুন ও Save করে দিন।
ব্যস কাজ হয়ে যাবে। এবার তকমা দিতে থাকুন বন্ধুদের,girlfriend কে।
এই appsএর ছোট্ট টিপ্সটি আপনার কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। আর রেগুলার দেখুন R-Tips। যেখানে আপনিও হয়ে যেতে পারেন Teckno Teck।
আপনার এরকম কোনো সাহায্য থাকলে জানাবেন। আজ এতোদূর পর্যন্তই পরে আবার হাজির হবো আরো কিছু সমস্যা ও সমাধান নিয়ে।
আপনার ইচ্ছে হলে নিচ থেকে আমার আরো কিছু Website দেখে আসতে পারেন। যদি ইংরেজি বোঝেন তাহলে ইংরেজি তে যাবেন নাহলে বাংলাটাই দেখুন।
থুতিজাগার - সর্বপ্রথম ও সর্ববৃহত আদিবাসী কোড়া ব্লগ
Tips1ne - All Tips in One Place
Movies20Gallery
0 Comments