যাইহোক কিছু সময় ব্যয় করলাম আপনাদের তার জন্য ক্ষমাপ্রার্থী। এবার তাহলে আসল টপিকে চলে আসি।
সাবধানতাঃ- এটা পড়তে আপনার একটু বোকা বোকা মনে হতে পারে। যদি মনোযোগ দিয়ে না পড়েন তাহলে আপনাকে আরো দু-তিন বার পুরোটা পড়তে হতে পারে।
১) প্রথমে যে লিংকটি রয়েছে আপনার কাছে সেটি ক্রোম ব্রাউজার-এ পেস্ট করে নিন। তারপর ok করে দিন। ব্রাউজার লোড হয়ে গেলে নিচের ছবির মতো দেখতে পাবেন। পেজের একেবারে শেষ প্রান্তে চলে যান।
২) এইখান থেকে Download বোতাম প্রেস করুন।
৩) এবার নিজের গুগল অ্যাকাউন্ট-এ প্রেস করুন। আর যদি আপনার গুগল অ্যাকাউন্ট অ্যাড করা না থাকলে অ্যাড করে নিন।
৪) এরপর নিচের ছবির মতো সবগুলোতে Allow করে দিন।
৫) এবার ঘুরে ডাউনলোড বোতাম প্রেস করুন।আপনার ফাইল ডাউনলোড শুরু হয়ে যাবে।
আর যদি এরকম আসে তাহলে Download Anyway তে ক্লিক করুন।
আশাকরি ডাউনলোড শুরু হয়ে যাবে। আর যদি না হয় তাহলে আরো দু-বারের মতো এই পুরো লেখাটি পড়ুন।
যদি আপনার আমার লেখা গুলি পছন্দ হয় অবশ্যই নিচের comment বক্সে লিখে জানান।
আপনার এরকম কোনো সাহায্য থাকলে জানাবেন। আজ এতোদূর পর্যন্তই পরে আবার হাজির হবো আরো কিছু সমস্যা ও সমাধান নিয়ে।
আপনার ইচ্ছে হলে নিচ থেকে আমার Website দেখে আসতে পারেন। যদি ইংরেজি বোঝেন তাহলে ইংরেজি তে যাবেন নাহলে বাংলাটাই দেখুন।
থুতিজাগার - সর্বপ্রথম ও সর্ববৃহত আদিবাসী কোড়া ব্লগ
Tips1ne - All Tips in One Place
Movies20Gallery
0 Comments