Ticker

6/recent/ticker-posts

কিভাবে Mobile Google অ্কাযাউন্ট যোগ করবেন । একবার দেখে নিন ।

নমস্কার
আশাকরি সবাই ভাল আছেন।
আজকে আর একটা সুন্দর টপিক নিয়ে হাজির হলাম ।আশা করি ভালো লাগবে।

গুগল account দিয়ে আপনি মেইল পাঠাতে পারবেন , যেকোনো account এর ব্যাবহার করতে পারবেন, এছাড়া Play Store থেকে Apps বা Games ডাউনলোড করতে পারবেন।


আর তবে দেরি না করে শুরু করা যাক।



**** এর জন্য অবশ্যই ডাটা অন করে রাখতে হবে।



১) প্রথমে Settings যান। Settings -এ গিয়ে Add Account -এ ক্লিক করুন।

২ ) তারপর ওখান থেকে Google যান।


৩ ) তারপর NEW -তে ক্লিক করুন।


৪ ) তারপর প্রথম বক্সে নিজের নাম দিন ও দ্বিতীয় বক্সে নিজের পদবী দিন , এবং Next Arrow -তে ক্লিক করুন।


৫) তারপর প্রথম বক্সে নিজের নাম ও পদবি সহ একসাথে লিখে Try Again -তে ক্লিক করুন ( যেমন , palashmudi) ।
যদি ঠিক না হয় তবে দ্বিতীয় বক্স থেকে বেছে নিন ও আবারও Try Again -তে ক্লিক করুন হয়ে যাবে।


৬) তারপর Password দেওয়ার পালা । প্রথম বক্সে ৮টি সংখ্যার Password দিন ।Password টি ABCD ও সংখ্যার মধ্যে হয়, যেমন palash4532,palashmudi666778, এরকম।তারপর পরের বক্সে উপরে যে Password দিয়েছেন সেটাই দিন । তারপর Next Arrow -তে ক্লিক করুন।


৭) এখানে আপনি যদি চান Phone Number যোগ করতে তবে প্রথম অপশন টি সিলেক্ট করুন অথবা Not Now (দ্বিতীয় বক্সটি ) সিলেক্ট করুন।


ব্যাস , এবার কাজ শেষ ।
আশা করছি সবাই করে ফেলতে পারবেন । না করতে পারলে কমেন্ট করুন সমাধান করে দেওয়া হবে।
***যদি ভাল লেগে থাকে অবশ্যই লাইক করুন। আর বন্ধুদের সাথে শেয়ার করুন। ****SHARING IS CARING****



Post a Comment

1 Comments

  1. Awesome and interesting article. Great things you've always shared with us. Thanks. Just continue composing this kind of post.

    ReplyDelete