Ticker

6/recent/ticker-posts

মোবাইল রিসেট করতে পারছেন না ।। তবে এই পোস্টটি পড়ুন ।। আপনিও পারবেন।

নমস্কার
আশা করছি , সবাই ভাল আছেন।
আজকে একটা নতুন Tutorial নিয়ে হাজির হলাম ।এটা সবার জন্য না ,একমাত্র যারা মোবাইল সম্বন্ধে নতুন তাদের জন্য।
Title টা দেখে বুঝতে পেরেছেন আমরা আজ কি করতে চলেছি।


****শুরু করার আগে জানিয়ে দিই। ফোন Reset করার ফলে ফোনে লোড করা সব Data ডিলিট হয়ে যাবে । শেভ করা ফোন নাম্বার , Apps , Games , এছাড়াও অনেক কিছু...। তাই এটা করার আগে দয়া করে সেগুলো মেমোরি কার্ডে সরিয়ে নেবেন।

এবার তাহলে শুরু করা যাক।

১ ) প্রথমে Settings - এ যান।



২ ) তারপর Backup & Reset -এ ক্লিক করুন ।


৩ ) এরপর Factory Data Reset -এ ক্লিক করুন।


৪ ) তারপর Reset Phone -এ ক্লিক করুন।


৫) এরপর আপনার ফোনে যে Lock আছে , pattern , Pin অথবা Password যেটা আছে সেটা দিয়ে দিন। এবং Continue -তে ক্লিক করুন।


৬) এখানে Erase Everything -এ ক্লিক করুন।
এটা ক্লিক করার সাথে সাথে ফোনটি সুইচ অফ হয়ে যাবে । এবং Proccess শুরু হয়ে যাবে ।কিছুক্ষন অপেক্ষা করুন।


৭) তারপর ফোনটি নিজে থেকে চালু হবে।চালু হলে নিচের ছবির মত লেখা দেখতে পাবেন ।



৮) এরপর ফোনটি সেট আপ করে নিন। যদি না পারেন তাহলে ফোন সেট আপ টিউটোরিয়ালটি দেখুন ।

*****ধন্যবাদ সবাইকে পড়ার জন্য । সঙ্গে থাকুন এবং ভালো থাকুন ।
**** এই রকম ফোনের সম্বন্দে কোন জিজ্ঞাস্য থাকে তবে কমেন্ট করে জানান । অবশ্যই সাহায্য করবো।

Post a Comment

0 Comments